মূল পাতা মুসলিম বিশ্ব বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করেছে আফগানিস্তান : মাওলানা আমির খান মুত্তাকি
শেখ আশরাফুল ইসলাম 26 May, 2025 08:59 PM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেছেন, বিদেশী ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা এখন আত্মবিশ্বাসের সাথে ব্যবসা পরিচালনা করতে পারেন। আমরা বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করেছি।
২০তম পশ্চিম চীন আন্তর্জাতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আফগান পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সোমবার (২৬ মে) আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের এক সংবাদ থেকে এই তথ্য জানা যায়।
মাওলানা আমির খান মুত্তাকি বলেন, বিশাল প্রাকৃতিক সম্পদ, তরুণ জনসংখ্যা, কৃষি উৎপাদন এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তানের বাণিজ্য ও পরিবহনের জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ইমারাতে ইসলামিয়া বিনিয়োগ ও বাণিজ্যের জন্য একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য পরিবেশ প্রতিষ্ঠা করেছে।
চীনকে আফগানের মূল্যবান অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চীন কেবল আমাদের প্রতিবেশী দেশই নয় বরং একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারও। আমরা আফগানিস্তানে কৃষি, অবকাঠামো এবং প্রযুক্তিতে চীনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি।
আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আফগানিস্তান এবং চীনের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।
সূত্র : টোলো নিউজ